
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ।
১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তফশিল ঘোষণার পরপরই স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুখাইড়, রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোঘলক আহমেদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর কবির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন মজুমদার লিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]