দৌলতপুরে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৩:৪৩
দৌলতপুরে ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সশস্ত্র ভূমিদস্যুদের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুর্গম চল অঞ্চলের অসহায় কৃষকেরা।


১২ নভেম্বর, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নেনের দুর্গম চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, পদ্মানদীর ওপারে বোয়ালমারী, নদীভরাট, নতুনচর ও ১৪হাজার চরে প্রায় চার হাজার বিঘা জমি রয়েছে। বিপুল পরিমাণ এ জমি পদ্মা নদীর ওপারে দুর্গম চরে হওয়ার কারণে পার্শ্ববতী রাজশাহী জেলার বাঘা উপজেলার আমজাদ, ভুট্ট, রবি, বিল্লাল, লাভলু, টুটুল, আইনুল, মিনাজ ও মুনতাজ সহ একদল চিহ্নিত ও সশস্ত্র ভূমিদস্যু জোরপূর্বক জমি দখল করে জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তারা
গুলিবর্ষণ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে।


প্রাণভয়ে ওইসকল সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলতে ও বাধা দিতেও ভয় পাচ্ছে এলাকার অসহায় কৃষকরা। কৃষকের জমি দখল ও ফসল লুটের ঘটনায় ইউনিজ সরদার নামে এক কৃষক দৌলতপুর ও বাঘা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি।


ভূমিদস্যুদের কবল থেকে চরাঞ্চলের অসহায় কৃষকদের জমি দখলমুক্ত ও ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


কৃষকদের সাথে মানববন্ধনে অংশ নেওয়া মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তার ইউনিয়নের দুর্গম চরের কৃষকদের প্রায় ৪ হাজার বিঘা জমি দখল করে জমির ফসল লুট করে নিচ্ছে রাজশাহীর বাঘা এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের কবল থেকে জমি ও জমির ফসল রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


এদিকে চরের জমি দখল ও ফসল লুটের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যাদের জমি তারাই জমি থেকে ফসল কাটছেন। এখানে জমি দখল ও লুটের কোন ঘটনা ঘটছে না।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com