খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:১০
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চিকিৎসা সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও দুস্থদের সেলাই মেশিন বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।


৯ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দফতরে এসব অনুদানের নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ মোহতাশিম হয়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি। রিজিয়ন কমান্ডার বলেন, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। তাই সাধ্যমতো সাধারন মানুষের সেবায় পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।


একই সাথে পার্বত্য চট্টগ্রামে এগিয়ে নিয়ে সরকারকে সহায়তা করে যাচ্ছে জানিয়ে এবং পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে সব সময় বাংলাদেশ সেনা বাহিনী পাশে আছে এবং জনকল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এসময় রিজিয়নের বিএম-মেজর মো. ইমরোজ মুনীর, জিটুআই মেজর মো. জাহিদ হাসান অনুষ্ঠানে অংশ নেন। এতে শিক্ষার প্রসারে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, সাত অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবায় নগদ অর্থ সহায়তা ও দুই দুস্থ নারীকে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এতে মোট ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ, অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


বিবার্তা/মামুন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com