
দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে ফেরদৌসী বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ নভেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ফেরদৌসী বেগম কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ গরুর ঘাস কাটারে উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজার জন্য ধানের মাঠে মরদেহ পড়ে আছে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরহেদটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]