
বিএনপির ডাকা অবরোধের নামে সারাদেশে সড়কে যানবাহনের উপর হামলা, অগ্নিসংযোগসহ নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৮ নভেম্বর, বুধবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদারসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস করছে, দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে রাজপথে আছি।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]