
বিএনপি জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ এই স্লোগানকে ধারণ করে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগ।
০৮ নভেম্বর, বুধবার দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানবন্ধনে বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদ নাজিয়ে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ।
এসময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনীরা পারভিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা প্রমুখ বক্তব্য রাখেন।
মানবন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]