
বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও যুবলীগ।
৮ নভেম্বর, বুধবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা ফজলে নুর তানু, আলহাজ্ব আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, গোলাম মওদুদ সুজন, ড: শাহানাজ বেগম নাজু, মাহবুবা বেগম লাভলী, আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান, সফিকুল ইসলাম শাকিব প্রমুখ।
বক্তারা বিএনপি-জামাত এর সকল নৈরাজ্যের প্রতিবাদে নেতা-কর্মীদের রাজপথে থেকে মোকাবেলা করার আহ্বান জানান।
অপরদিকে, শহরের কলেজ মোড় এলাকা থেকে একই প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে একটি পৃথক মিছিল শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল ও মমিনুর রহমান মমিন প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]