'পাবনা জেলা জনগণ একাদশ' বনাম 'পাবনা জেলা পুলিশ একাদশ' প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ২১:০৮
'পাবনা জেলা জনগণ একাদশ' বনাম 'পাবনা জেলা পুলিশ একাদশ' প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠে ৭ নভেম্বর, দুপুরে অনুষ্ঠিত হলো "পাবনা জেলা জনগণ একাদশ" বনাম "পাবনা জেলা পুলিশ একাদশ" এর প্রীতি ক্রিকেট ম্যাচ।


পাবনা জেলা জনগণ একাদশের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আরশাদ আদনান রনি। পাবনা জেলা পুলিশ একাদশের প্রতিনিধিত্ব করেন মোঃ আকবর আলী মুন্সি, পুলিশ সুপার, পাবনা (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদোন্নতিপ্রাপ্ত)।


১৩ ওভারের ম্যাচে টস জিতে জেলা পুলিশ পাবনা ব্যাটিং করে ৮ উইকেট ১৩১ রানের লক্ষ্য দেয়। পরবর্তীতে পাবনা জেলা জনগণ একাদশ ১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয়লাভ করে।


আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রীতি ক্রিকেট ম্যাচ। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বের করতে ও তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন জনাব মোহাম্মদ আরশাদ আদনান রনি।


উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন পাবনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাসান শাহীন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, আনিসুজ্জামান দোলন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য সরদার মোঃ ফারুক হোসেন সহ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (গাফ্ফারী রাসেল), বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য, মোঃ আলহাজ্ব হোসেন জয়, এছাড়াও পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম সোহেল, পাবনা সদর থানা আওয়ামী লীগের সদস্য, জাহিদুর রহমান মিঠু, পাবনা জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম (রনি) পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ইমরুল হাসান রন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খাদেমুল ইসলাম মামুনসহ প্রমুখ।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com