গাইবান্ধায় ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১৮:১১
গাইবান্ধায় ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পের উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা সদর থেকে লক্ষ্মীপুর বাজার সড়কে ৫৩৯ মিটার অংশ উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এমপি।


এলজিইডির আওতায় এই সড়কটি উন্নয়ন প্রকল্পের ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা।


এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর বাজারের দক্ষিণ পাশে এক সমাবেশে হুইপ গিনি বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্য, তাণ্ডব ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। অবরোধের নামে তারা বাস পোড়াচ্ছে, মানুষ মারছে, জনজীবন বিপর্যস্ত করার ষড়যন্ত্র করছে। তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।


এসময় উপস্থিত ছিলেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আফলাখ হোসেন প্রমুখ।


আগামী ফেব্রুয়ারি মাসে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/খালেক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com