নড়াইলে কুকুরের কামড়ে আহত ৭
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ২০:৪২
নড়াইলে কুকুরের কামড়ে আহত ৭
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে এক ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারের মিষ্টি দোকানদার পরাণ কুণ্ডুকে (৪০) প্রথমে পাগলা কুকুরটি কামড় দিয়েছে। এসময় আরও ৩/৪ জনকে কুকুরটি কামড়ে পালিয়ে যায়। পরে চারিখাদা গ্রামে সৈয়দ তাছিম বিল্লাহ (১২) নামের এক স্কুল ছাত্রের হাত কামড়ায়। একই গ্রামের আনজার মোল্যার (৫০) পা ও হাতের কামড়ে দেয়। আনজার মোল্যাকে যখন কুকুর কামড়াচ্ছিলো তখন তার স্ত্রী বেবী বেগম (৪০) দৌঁড়ে কুকুরকে ধাওয়া দিতে গেলে তাকে ও কামড় দেয়। তাৎক্ষণিক কুকুরের আক্রমনে আহতরা নড়াইল সদর হাসপাতাল এসে প্রাথমিক চিকিৎসা নেন।


মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলি বলেন প্রাথমিকভাবে চিকিৎসা নেয়া সকলেই আগামীকাল (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পুনরায় হাসপাতালে এসে ভ্যাক্সিন নেয়ার পরামর্শ দিয়েছেন।


বিবার্তা/শরিফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com