শালিখায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৮:৫৬
শালিখায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে মাগুরার শালিখা থানা পুলিশের উদ্যোগে কিমিউনিটি পূলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে৷


এ উপলক্ষ্যে ৪ নভেম্বর, শনিবার ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়৷ র‌্যালিটি থানা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷


আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শালিখা থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কর, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর প্রমুখ৷


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার তদন্ত ওসি মিলন কুমার ঘোষ৷


শালিখা থানা অফিসার ইনজার্জ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন৷ তাই মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং ও নাশকতামূলক কর্মকণ্ডের কোন ছাড় দেওয়া হবে না৷


বিবার্তা/মনিরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com