পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৭:৩৯
পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

''র্স্মাট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগান ধারণ করে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।


দিবস উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এছাড়া, সফল প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ ও নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এরপর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


র‌্যালিটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে যুব অধিদপ্তর হলরুমে যুব উন্নয়নের উপ-পরিচালক মকছেদুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম । এসময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, সদর উপজলো পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুনসহ যুব উন্নয়ন প্রশক্ষিণের যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।


দিবসটি উপলক্ষে সকালে যুব উন্নয়নের পক্ষ থেকে আধুনিক আধুনকি সদর হাসপাতালে রক্তদান র্কমসূচি পালন করা হয় ।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com