ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১৫:১৯
ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ অক্টোবর ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে।


তাদের এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যাতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা না করতে পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে বলে জানান, জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।


উল্লেখ, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভার ডাক দিয়েছে মাঠের বিএনপি। পাশাপাশি একেই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com