গোপালগঞ্জে ৩২’শ কৃষককে প্রণোদনার বীজ সার প্রদান
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৬:০৪
গোপালগঞ্জে ৩২’শ কৃষককে প্রণোদনার বীজ সার প্রদান
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের সদর উপজেলায় রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ২শ জন কৃষক ও কৃষাণীকে প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়েছে।


২২ অক্টোবর, রবিবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার এসব বীজ সার তুলে দেন।


এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হামিদুল ইসলাম ও মো: লোকমান হাকিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, রবি মৌসুমে ডাল, তেল ও গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ২শ জন কৃষক ও কৃষাণীর মধ্যে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে।


এসময় ১২০ জন কৃষককে ৫ কেজি করে মসুর ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১২০ জন খেসারি ডাল চাষীকে ৮ কেজি করে খেসারি ডালের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ২’শ জন চিনাবাদাম চাষীকে ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১১০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ২৪০ জন মুগ ডাল চাষীকে ৫ কেজি করে মুগ বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, ১৬০ জন ভূট্টা চাষীকে ২ কেজি করে ভূট্টা বীজ ও ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১৪’শ সরিষা চাষীকে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১০০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং ৭৫০ জন গম চাষীকে ২০ কেজি করে গম বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com