৩ দিন পর বাংলাদেশী যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৯:২৮
৩ দিন পর বাংলাদেশী যুবকের মৃতদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আক্কাস আলীর (৩৫) মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।


২১ অক্টোবর, শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিহতের পরিবারের
সদস্যরা উপস্থিত ছিলেন।


নিহত আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুস সামাদের ছেলে।


বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে (রাত সাড়ে ৩টা) তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪ নং সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে ওই দিনই পতাকা বৈঠকের আহব্বান করেন বিজিবি। পতাকা বৈঠকে বিএসএফ ভারতের অভ্যন্তরে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আইনী প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে আজ শনিবার দুপুরে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে
বিএসএফ ও ভারতের ফাঁসি দেওয়া থানা পুলিশ আক্কাস আলীর মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।


পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবকের মরদেহটি উদ্ধারের পর বিএসএফ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দেয়। আইনী প্রক্রিয়া শেষে আজ শনিবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ভারতীয় পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে সরাসরি নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন ।


বিবার্তা/বিপ্লব/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com