পঞ্চগড়ে ২০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৬:৫৮
পঞ্চগড়ে ২০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ২০ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।


২১ অক্টোবর, শনিবার বেলা ১১.৩০টার সময় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।


সাপটি উদ্ধার করে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে বন বিভাগ সূত্রে জানা গেছে।


এলাকাবাসী ও উদ্ধারকারীরা জানান, সাপটি আমতলা এলাকার কৃষক জহুরুল ইসলামের ধান ক্ষেতের নেটের বেড়ায় আটকে থাকে। সকালে স্থানীয় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি ধান ক্ষেতের পাশে বাঁশ কাটতে গিয়ে সাপটি দেখতে পেয়ে সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা গিয়ে সাপটিকে আটক করে পঞ্চগড় বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের লোকজন সাপটি উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগে নিয়ে আসেন।


সাপটির আনুমানিক ওজন ২০কেজি এবং ৮ ফুট লম্বা। সাপটি পার্শ্ববর্তী ভারতের চা বাগান থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com