শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ২০:০২
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ অক্টোবর) সকালে কোটচাঁদপুর মডেল থানার আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ রায়, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, যুবলীগ নেতা মীর মনিরুল ইসলামসহ উপজেলা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।


এবছর উপজেলার পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৪৫ টি পূজা মণ্ডপে পূজা উদ্‌যাপন করা হবে। সকল মন্দিরের সার্বিক নিরাপত্তা সহ পূজা উদ্‌যাপন নির্বিঘ্নে শান্তিতে হতে পারে সেজন্য সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com