কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনে সংস্কৃতি সচিব
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ২১:১৬
কর্ণফুলীতে প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শনে সংস্কৃতি সচিব
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কর্ণফুলী বড়উঠানের বিশ্বমুড়া এলাকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন ও অনুসন্ধান কাজসহ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।


শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পরিদর্শনে এসে তিনি বড়উঠানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন ও অনুসন্ধান কাজের পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।


মতবিনিময় সভায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল নাসীফ, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো.আনোয়ারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. রতন কুমার, সহযোগী অধ্যাপক ড.ফারজানা রহমান, জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের উপ-পরিচালক ড.আতাউর রহমান,প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান।


বড়উঠানের বিশ্বমুড়া নামক স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন ও অনুসন্ধান কাজ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি কাজ শেষে কিছু পাওয়া গেলে তখন সেখানে একটি জাদুঘর নির্মাণের কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।


এছাড়াও মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৮ জন ছাত্রছাত্রীও অংশ নেন।


শেষে উপজেলার বড়উঠান জমিদার বাড়ি, মরিয়ম আশ্রম,বধ্যভূমিসহ উপজেলার বিভিন্ন পুরাতন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।


বিবার্তা/জাহেদ/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com