
চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ইয়ান গেল্ডার। গত মঙ্গলবার (৭ মে) রাতে ৭৪ বছর বয়সে তিনি মারা যান। ব্যক্তিজীবনে সমকামী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
বুধবার (৮ মে) ইয়ান গেল্ডারের জীবনসঙ্গী বেন ড্যানিয়েলস ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়ে লিখেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি ইয়ান গেল্ডার মারা গেছেন। ডিসেম্বরে ইয়ানের পিত্তনালীতে ক্যানসার ধরা পড়ে এবং গতকাল রাতে তিনি মারা যান।
‘গেম অব থ্রোনস’-এর ১২টি পর্বে অভিনয় করেছেন ইয়ান গেল্ডার। তিনি লর্ড টাইউইন ল্যানিস্টারের ছোট ভাই কেভিন ল্যানিস্টারের অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।
এছাড়াও ডক্টর হু, ফিফটিন-লাভ, টর্চউড, স্ন্যাচ, হিজ ডার্ক ম্যাটেরিয়ালস ও দ্য বিল-এর মতো একাধিক শো-তে তিনি কাজ করেছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]