গৌরীপুরে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:০৯
গৌরীপুরে বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানিজিয়ার মতবিনিময় ও জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে ৫ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।


উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আন্জুম পপি।


উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.নুরুল ইসলাম, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, আল ফারুক, জায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন,মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রমুখ।


আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা আফসানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা সাব-রেজিস্ট্রার হেলেনা পারভিন, পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরে বিভাগীয় কমিশনার উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়, গৌরীপুর প্রেসক্লাব, স্থানীয় বঙ্গবুন্ধ চত্বরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


বিবার্তা/হুমায়ুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com