কক্সবাজারে পর্দা নামলো পর্যটন মেলা ও বিচ কার্নিভালের
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২০:৫৪
কক্সবাজারে পর্দা নামলো পর্যটন মেলা ও বিচ কার্নিভালের
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে পর্দা নামলো সাপ্তাহব্যাপি পর্যটন মেলা ও বিচ কার্নিভালের। শেষ দিনে স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত ছিলো মেলাস্থল। পুরো আয়োজনে পৃষ্টপোষকতায় রয়েছে দেশের শীর্ষ স্হানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।


মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে পর্যটন মেলা ও বীচ কার্নিভালে প্রতিদিনের ন্যায় সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা।


একইদিন সন্ধ্যায় জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোছেন।


এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার জিল্লুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মো: মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবুহেনা সহ সংশ্লিষ্টরা।


এসময় জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, সাপ্তাহব্যাপী এই আয়োজনে ৩৯ টি ইভেন্ট ছিলো, আমরা এই মেলার মাধ্যমে কক্সবাজারকে উৎসবের নগরীতে পরিণত করতে পেরেছি, সামনে এই রকম আরও আয়োজন করার অভিমত ব্যক্ত করেন।


পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর সংগীত পরিবেশন শুরু করেন ব্যান্ডদল চিরকুট, রবি চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com