
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ উচ্চ বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি) এর আওতায় সুবিধা বঞ্চিতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আতিকুল রহমান, ফাকরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালমা আক্তার, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]