
মোংলায় ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
রবিবার (১ অক্টোবর) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- মোংলা পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়া, শ্রম কল্যাণ রোড বালুরমাঠ এলাকার আ. হাই (হাকিম) এর ছেলে মো. সাব্বির গাজী (রবিউল) (২৭), সিগনাল টাওয়ার এলাকার আফজাল মাতুব্বরের ছেলে মো. রমজান মাতুব্বর (বাবু) (২২) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. বেল্লাল হোসেন (২১)।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
২ অক্টোবর, সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জাহিদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]