
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১ অক্টোবর, রবিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে।
নিহত শিশু মুনতাসিন দেবখন্ডা গ্রামের মো. মেজবাউল ইসলাম (মেজবা) এর ছেলে।
খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর দেবখন্ডা গ্রামের গ্রাম্য পুলিশ নয়ন রবিদাস মুঠোফোনে জানান, বিকেলে দেবখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা গ্রাম্য সালিশ (বৈঠক) চলতে ছিল। ওই সালিশ শুনতে বাবা মেজবাউল ইসলাম স্কুল মাঠে গেলে শিশুটি তার বাবার সাথে স্কুল মাঠে যায়। বৈঠক চলাকালে হঠাৎ শিশুটি তার বাবার অজান্তে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পরে পাশে বাড়ির মহিলা বাচ্চা পানিতে পড়েছে বলে চিল্লা চিল্লী করে। তাৎক্ষণিক বাবা ছুটে গিয়ে পুকুরে লাফ দিয়ে পড়ে ছেলেকে কোলে তুলে নিয়ে পাড়ে আসেন। সাথে সাথে তার ছেলের পেটে চাপ দিয়ে পানি বাহির করার চেষ্টা করে। তারপর ইউপি সদস্য বাঁধন ও বিমুল মিয়া মোটরসাইকেলে নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাসিনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি রাত নয়টায় নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া।
তিনি পরিবারের বরাত দিয়ে জানান, বাবার সাথে স্কুল মাঠে যায় শিশু মুনতাসিন। তার বাবার অজান্তে শিশুটির হাতে থাকা খেলার বল নিয়ে খেলতে খেলতে শিশুটি বাড়ির দিকে চলে আসে। শিশুর হাতে থাকা বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে পানিতে নেমে গেলে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশের এস আই হামিদুল ইসলামকে পাঠিয়ে দিয়েছি। পুলিশ ঘটনা স্থলে পৌঁছেছে। এখবর লেখা পর্যন্ত পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছে।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]