তলা ফেটে ডুবতে থাকা জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০
তলা ফেটে ডুবতে থাকা জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গভীর সমুদ্রে তলা ফেটে ডুবতে থাকা একটি লাইটার জাহাজ থেকে ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।


শনিবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।


কোস্ট গার্ড সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, শনিবার এমভি মাস্টার সুমন-২ নামে একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ১ হাজার ১০০ টন কয়লা নিয়ে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে তলা ফেটে পানি ঢুকে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়।


এসময় জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বিকল হয়ে যাওয়া জাহাজটি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৯ দশমিক ৫ নটিক্যাল মাইল উত্তরে নোঙর করে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে জাহাজের নাবিকরা প্রশাসনের সহায়তা চায়।


তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এরপর লাইটার জাহাজ থেকে ১৪ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com