সিংগাইরে চার ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১
সিংগাইরে চার ব্যবসায়ীকে জরিমানা
সিংগাইর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্ধারিত থেকে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে চার ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


৩০ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ থেকে উপজেলার বায়রা হাট ও সিংগাইর বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।


জানা যায়, ক্রয় রসিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় করার অপরাধে সিংগাইর বাজারের সবুজ স্টোরকে ২ হাজার, শাওন স্টোরকে ২ হাজার, রুবেল সবজি ভান্ডারকে ১ হাজার ৫’শ এবং রমজানকে ৪ হাজারসহ মোট ৯ হাজার ৫’শ টাকা জরিমানা করে তা আদায় হয় এছাড়াও ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।


অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সিংগাইর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/হাবিব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com