দক্ষিনখানে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ২১:০৪
দক্ষিনখানে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে আহত হযরত আলী (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


২৯ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান গাওয়াইর বাজারের সামনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে মারা যায় সে।


ছুরিকাঘাতে আহত অবস্থায় হযরত আলীকে নিয়ে আসা তার ভাই মো. আব্দুস সালাম জানান, হযরত আলী আমার ছোট ভাই। সে আজমপুর একটি স-মিলের কাঠের কাটিং ম্যান ছিল। আজ সকাল দশটার দিকে আমরা খবর পাই গাওয়াইর এলাকার স্থানীয় সেলিম (৩৫) সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী আমার ভাইকে এলো পাথারি ছুরিকাঘাত করে। পরে ওকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি দেন ১০১ নম্বর ওয়ার্ডে। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।


দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, গতরাতে সেলিমের সাথে হযরত আলীর মারামারি হয়। গাওয়াইর এলাকায় ওই ঘটনার জের ধরে ছুরিকাঘাতে হযরত আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেলিম পলাতক রয়েছে।


ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com