
দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেলাল উদ্দিন চৌধুরী আর নেই।
২৯ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজেউন)।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বরেণ্য সাংবাদিক হেলাল উদ্দিন বর্তমানে দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, এর আগে দৈনিক আজাদী সহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কক্সবাজার শহরের বার্মিজস্কুল রোডের বাসিন্দা সাংবাদিক হেলাল উদ্দিন স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বসবাস করতেন। তিনি কক্সবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে সেখানে বুকে ব্যথা অনুভব করলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ তে ভর্তি করানো হয়েছিল।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]