শিরোনাম
ঘোড়াঘাটে নদী পার হতে গিয়ে আদিবাসী যুবক নিখোঁজ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩
ঘোড়াঘাটে নদী পার হতে গিয়ে আদিবাসী যুবক নিখোঁজ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাটে সাঁতার কেটে করতোয়া নদী পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৫) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন।


বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গাপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।


নিখোঁজ স্বাধীন বাস্কে (১৫) উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে।


স্থানীয়রা জানায়, সকালের দিকে কিছু আদিবাসী যুবক পাখি ও প্রাণী স্বীকার করতে আসে। এ সময় কিছু যুবক সাঁতার কেটে নদীর পার হয়ে যায় আর পিছনে থাকা এক যুবক পানিতে ডুবে যায়। পরে তার সহকর্মীরা ঘোড়াঘাট ফায়ার-সার্ভিসকে খবর দেয়।


ঘোড়াঘাট ফায়ার-সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে যায় এবং ডুবুরি কে খবর দেওয়া হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধান চলমান রয়েছে।


বিবার্তা/রববানী/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com