টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯
টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদোন্নতি, পদসৃজন ও স্কেল আপগ্রেডেশনসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।


২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক।


লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টর ৪র্থ গ্রেডের উপর কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা ৫ম গ্রেড থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত পদন্নতি পান। কিন্তু শিক্ষা ক্যাডার সর্বাচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদান্নতির সুযাগ নেই।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত ৫১২টি পদ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা দ্বারা পূরণ করতে হবে।
অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উনীতকরণ করা। শিক্ষা ক্যাডারের জন্য প্রস্তাবিত ১২৪৪৪টি পদ সৃজন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। জেলা ও উপজেলায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য মাউশি এর অধীনে শিক্ষা ক্যাডার নিয়োন্ত্রিত শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে।


আমাদের এ দাবিগুলা মানতে হবে। দাবি মানা না হলে আগামি ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিন সারাদেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তের কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করবে।


সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মােহাম্মদ কামরুজ্জামান চোধুরী, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া, সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ বদরুল আলম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহানসহ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com