শিরোনাম
ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের দুই প্রতারক গ্রেফতার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৬
ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের দুই প্রতারক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিকাশ ও রকেটের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।


রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি শহীন উদ্দীন।


গ্রেফতারকৃতরা হলো-মগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাধবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিকাবুল ইসলাম (২৮) ও একই ইউনিয়নের চরমাধবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে উজ্জ্বল হাসান (৩৫)।


ওসি শহীন উদ্দীন জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬ (ছয়) টি মোবাইল ফোন ও ১০ (দশ) টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, গত ১৭ সেপ্টেম্বর জনৈক শেখ মিলন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে এসে জানান, অজ্ঞাত প্রতারক তার নিকট থেকে কৌশলে বিকাশ ও রকেট এর মাধ্যমে প্রতারণা করে সর্বমোট এক লাখ টাকা হাতিয়ে নেয়।


ভুক্তভোগী ওই দিনই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হরিনাকুণ্ডু থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬।


গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বাংলাদেশের বিভিন্ন জেলা হতে তাদের চক্রের সদস্যরা এজেন্টের দোকান হতে টাকা লেনদেনের তথ্য সংগ্রহ করে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে তাদের নিকট ছবি পাঠিয়ে দেয়। উক্ত নাম্বারে লেনদেন সংক্রান্ত তথ্য নিয়ে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গ্রাহকের নাম সংগ্রহ করে। পরে তাদের কে কাস্টমার কেয়ার বা অন্য কোন পরিচয় দিয়ে ওটিপি হ্যাকিং ও ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদানের জন্য অগ্রীম টাকা প্রেরণের কথা বলে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রায়হান/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com