
রাজবাড়ীতে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর, রবিবার রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত ১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ রায় প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত ১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবু বকর মিয়া।
রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার কাগমারীর বেনাপোল পোর্ট থানা এলাকার মো. নুরুল হকের ছেলে মো. আমিনুর রহমান (৩০), মোহাম্মদ আলী’র ছেলে মো. শওকত আলী (১৮), মো. কুদ্দুস আলী বিশ্বাসের ছেলে মো. কামরুল ইসলাম (১৮)।
রায় ঘোষণার সময় মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন, তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এ সময় অন্য দুই আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ঘাট থানাধীন ফিড মিলের সামনে যানবাহন তল্লাশির সময় বেনাপোল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের বাস (যশোর-ব-০০৩৮) সংকেত দিয়ে থামিয়ে তল্লাশির সময় আসামিদের নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো মোট ৮ লিটার আমদানি নিষিদ্ধ ভারতীয় কডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]