
দিনাজপুরের খানসামা উপজেলায় দেয়াল চাপায় সুজয় রায় (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৪ সেপ্টেম্বর, রবিবার বিকেলে খানসামা উপজেলার টংগুয়ার শেওড়াপুলি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ভেড়ভেড়ী ইউনিয়নের শেওড়াপুলি গ্রামের ডালিম রায়ের ছেলে সুজয় রায় (৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিপাতে মাটির ঘরের দেয়াল চাপা পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে খানসামা উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দীন জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
খানসামা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]