শিরোনাম
টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২
টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে বাইসাইকেলসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার আলম,কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আ. ছাত্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।


অনুষ্ঠান শেষে জেলায় কর্মরত আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ভাল কাজের পুরস্কার স্বরূপ ২৩ টি বাইসাইকেলসহ শতাধিক টর্চ লাইট, ছাতা ও মগ বিতরণ করা হয়।


এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com