ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩
ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ছিনতাইকারীসহ গ্রেফতার ১৯
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১১ জন ছিনতাইকারীসহ ১৯ জনকে গ্রেফতার করে ৭ টি টিপ ছোরা উদ্ধার করেছেন পুলিশ।


২৩ সেপ্টেম্বর, রবিবার রাত ১টার সময় কোতোয়ালি থানাধীন ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে এসব ডাকাতদের গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর।


গ্রেফতার আসামিরা হলেন-ইয়াসিন আরাফাত (২২), মো. মাসুদ (৩২), আমিনুল ইসলাম (২০), মো. মামুনুল ইসলাম (২২), মাঈন উদ্দিন (৩৫), মো. ইয়াছিন হোসেন রবিন (২২), মো. সাগর (২২), মো. জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪), মো. ওয়াসিম (২৪), মো. ইয়াছিন হোসেন রবিন (২২), মো. সাগর (২২), মো. জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪), মো. ওয়াসিম (২৪)।


এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ জন আসামি পালিয়ে যান। স্থানীয়রা জানান, এরা সকলে একেকটা গ্রুপ করে আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে আমতল, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড এলাকা, আন্দরকিল্লা এলাকায় মোবাইল ছিনতাই ও ডাকাতি করেন।


এসআই বোরহান উদ্দিন ও এসআই মো. মোমিনুল হাসান ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক এজাহার দায়ের করলে ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক পৃথকভাবে ২টি মামলা দায়ের করেন।


এসআই মো. মোমিনুল হাসান জানান, গ্রেফতার আসামি ইয়াসিন আরাফাত (২২) এর বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা, মো. মাসুদ (৩২) এর বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি ও পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় ১টি মামলা, আসামি মো. ইয়াছিন হোসেন রবিন (২২) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য আইনে, মোট ৩টি মামলা ও আসামি মো. সাগর (২২), এর এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য আইনে মোট ৫টি মামলা এবং আসামি মো: সোহাগ (২৫) এর এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য আইনে মোট ৫টি মামলা রয়েছে।


এছাড়াও পৃথক পৃথক অভিযানে স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে আরো ৮ জন আসামিদের গ্রেফতার করা হয়। তাদের কে সিএমপি অর্ডিন্যান্সে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/জাহেদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com