লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১৮:৪৮
লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর কারিগরি সহযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


১৫ মে, বুধবার দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে পুষ্টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) ‘পার্টনারশিপ ফর রিজাইলেন্ট লিভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না।


আলোচনা শেষে পুষ্টি বিষয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীসহ ৯ জনকে সংস্থার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।


এ সময় বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী মংউ চিং মার্মা, প্রকল্পের মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা, অর্গানাইজার উখিং মে মার্মা, বিদ্যালয়ের সিএম মংয়ইসাই মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে বিদ্যালয়ে খোলা হয় একটি পুষ্টি কর্নার। এতে ব্যবহারের জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন, চিরুনি, আয়না, সাবান, নেইল কাটার ও ডাস্টবিন দেওয়া হয়।


এ বিষয়ে প্রকল্পের লামা উপজেলা প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর দরিদ্রতা দূরীকরণ, পুষ্টিমান উন্নয়ন ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে গ্রাউস এর ‘পার্টনারশিপ ফর রিজাইলেন্ট লিভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন’ প্রকল্পের আওতায় লামা উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে। তারই অংশ হিসেবে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক আলোচনা শেষে পুষ্টি কর্নার খোলা হয়।


বিবার্তা/আরমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com