
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।
২৩ সেপ্টেম্বর, শনিবার বিকালে উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়ার কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘদিন পর সংসদীয় আসন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এ কথা স্পষ্ট করলেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসন থেকে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
তবে শনিবারের ঘোষণায়ও বঙ্গবীর কাদের সিদ্দিকী স্পষ্ট করেননি এবার তিনি কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সঙ্গে যাবেন না তার বক্তব্যে এ বিষয়টি অনেকটা স্পষ্ট হলেও এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে যাবেন নাকি নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের হয়েই লড়বেন? এ বিষয়টি এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, আমি দুই কোটি টাকা নিয়েছিলাম, ১৩ কোটি দিয়েছি তবুও নাকি শোধ হয় নাই, এখনও নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি কবে মরে যাবো ঠিক নাই, এবার ওইগুলো পরিশোধ করে দাঁড়িয়ে পড়ি, দেখা যাক কি হয়। মানুষেরও একটা ইচ্ছা আছে, মানুষের কাছে মাফ-মুক্তি চাইতে পারবো। সেজন্যে আল্লাহ যদি বিপদ না করেন তবে আমি ভোটে আপনাদের এখানে (টাঙ্গাইল-৮) দাঁড়াবো। আপনারা দোয়া করবেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের আহ্বায়ক আবদুস ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ ।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]