শিরোনাম
কা‌লিয়া‌কৈ‌রে পৃথকস্থান থে‌কে দুই যুবকের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৪
কা‌লিয়া‌কৈ‌রে পৃথকস্থান থে‌কে দুই যুবকের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার
গাজীপুর প্র‌তি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপ‌জেলার পৃথকস্থান থে‌কে দুই যুবকের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।


২৩ সেপ্টেম্বর, শনিবার সকা‌লে উপজেলার পূর্বচান্দরা কাঁঠালতলা এলাকা থে‌কে ইয়ানূর ইসলাম (২৩) না‌মের এক ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রেন।


অপরদিকে উপ‌জেলার স‌ফিপুর আহম্মদ নগর চৌরাস্তা এলাকা থে‌কে সো‌হেল মিয়া (৩০) না‌মের আরও এক যুব‌কে ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।


নিহত ইয়ানূর ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের ইমতাজ আলীর ছেলে। তিনি উপ‌জেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা এলাকার নাসির উ‌দ্দি‌নের বা‌ড়ি‌তে ভাড়া থেকে স্থানীয় এক‌টি পোশাক কারখানায় চাকরি করতেন। অপর নিহত সোহেল মিয়া ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে এবং তি‌নি উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বা‌ড়ি‌তে ভাড়া থেকে ওই এলাকায় অটোরিকশা চালাতেন।


স্থা‌নিয়‌দের বরাত দি‌য়ে পুলিশ সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার পূর্বচান্দরা কাঁঠালতলা এলাকায় না‌সির উদ্দিনের বা‌ড়ি‌তে শুক্রবার রাতে ইয়ানূর ইসলামকে তার রুমের বারান্দার গ্রিলের সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখতে পে‌য়ে এলাকাবাসী পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে পৌ‌ছে নিহ‌তের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রেন। অপরদিকে শ‌নিবার সকা‌লে উপ‌জেলার সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকায় একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচা‌নো এক যুব‌কের ঝুলন্ত মর‌দেহ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে পৌ‌ছে ওই যুব‌কের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।


কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির (আই সি) অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার রা‌তে ও শ‌নিবার সকা‌লে উপ‌জেলার পৃথকস্থান থে‌কে দুই যুব‌কের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হয়। প‌রে শ‌নিবার সকা‌লে ‌নিহত‌দের মর‌দেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়ধীন র‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।


বিবার্তা/তু‌হিন/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com