
মিরপুরে বৃষ্টির পানিতে থেকে তুলে আনা শিশু হোসাইন (৮ মাস) ঢামেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে। তবে মা বাবার কাছে নয় স্বজনদের কাছে।গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৃষ্টির পানিতে শিশুটি হাবুডুবু খাচ্ছিল। তখন এ দৃশ্য দেখে এক যুবক তার পা ধরে টেনে তুললেন।
তখন শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেকে উদ্ধার করে নিয়ে আসেন শিশুটির বাবা মার প্রতিবেশী আমেনা খাতুন ও তৃতীয় লিঙ্গের বৃষ্টি আক্তার। আজ শুক্রবার ভোর চারটার দিকে শিশুটি সুস্থ হওয়ার শিশু ওয়ার্ড থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়।
প্রতিবেশী আমেনা খাতুন ও বৃষ্টি আক্তার তারা জানান, শিশুটির নাম হোসাইন।মা মুক্তা বেগম, বাবা মিজানুর ও ৭ বছরের বড় বোন লিমার সাথে নানার বাড়ি থেক নিজ বাসায় ফেরার পথে এ বৃষ্টির কবলে পড়েন। কিন্তু ঘরে আর পৌঁছাতে পারেনি তারা। চিড়িয়াখানার শিয়ালবাড়ী ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান শিশুর মা, বাবা ও বোন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেল নিয়ে আসার পর শিশু ওয়ার্ডে দীর্ঘক্ষণ ছটফট করছিল। আল্লাহর অশেষ রহমতে শিশুইটি ভোরের দিকে সুস্থ হয়ে ওঠে। আজ ভোরের দিকে সুস্থ হওয়ায় শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]