
ভৈরব থেকে সিলেট অভিমুখী তারুন্যের রোডমার্চকে স্বাগত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে জড়ো হয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে আসেন।
বিশ্বরোডে হোটেল লালসালুর সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন বলে জেলা বিএনপি নেতারা জানান। কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডাক্তার জাহিদুল ইসলাম, হাবিব উন নবী সোহেল, মোস্তাক মিয়া, শরীফুল আলম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তবে সকাল ১০ টায় বিশ্বরোডে রোডমার্চের বহর পৌঁছার কথা থাকলেও বেলা প্রায় ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে পৌঁছাননি।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া মোড়, চান্দুরা এবং সাতবর্গ বাসষ্ট্যান্ডে রোডমার্চের সমাবেশ হবে।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]