সিরাজগঞ্জে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫
সিরাজগঞ্জে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।


২০ সেপ্টেম্বর, বুধাবার বেলা ১১টায় হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে এ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।


হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম বদরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া রিজিয়নের সহকারি পুলিশ সুপার হরিশ্বর রায়।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাইওয়ে পুলিশ কমিউনিটি ফোরামের সলঙ্গা থানার সভাপতি হেদায়েতুল আলম রেজা প্রমুখ।


অনুষ্ঠানে সহকারি পুলিশ সুপার হরিশ্বার রায় তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।


তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।


অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কাইয়ুম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com