রাজবাড়ীতে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:০১
রাজবাড়ীতে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে মাদক মামলায় মো. হাসান গাজী (৩২) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।


১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি হাসান গাজী অনুপস্থিত ছিলেন।


মো. হাসান গাজী সাতক্ষীরা জেলার ঘোষ্পাড়া কলোনি এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে।


মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার শ্রী দাম দত্তের পাড়া নির্মল কুন্ডুর বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী পরিবহনে চেকিং ডিউটি কালে ২০১২ সালের ২৫ এপ্রিল এসআই মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মো. হাসান গাজীকে দ্রুত গতিতে হেঁটে গোয়ালন্দ বাজারের দিকে যাবার সময় তার তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় গোয়ালন্দ থানায় হাসান গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।


রাজবাড়ী অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু বক্কর যাবজ্জীবন কারাদন্ডদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com