পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আরএনপিপি অধিগ্রহণকৃত জমির ফসলের ক্ষতিপূরণ পেয়েছেন প্রকল্প এলাকায় চাষাবাদকারী কৃষক।
১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ৬১ জন কৃষকের হাতে ক্ষতিপূরণের অনুদান বাবদ ৪ কোটি ৫৭ লক্ষ ৪২ হাজার ১৩০ টাকার চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি. এম রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, গণমাধ্যম কর্মী সহ ক্ষতিগ্রস্ত কৃষক।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে ফসলের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে অস্থায়ীভাবে ৭৭৫ জন চাষাবাদকারী কৃষকের মাঝে ফসলের ক্ষতিপূরণের জন্য ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ করেন।
ক্ষতিপূরণ বাবদ অর্থ এর আগে ৪ দফায় ৩’শ ৪২ জন কৃষককে অধিগ্রহণকৃত জমি ও ফসলের ক্ষতিপূরণ বাবদ সোনালি ব্যাংক ঈশ্বরদী শাখায় স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২১ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮’শ ৫৫ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণ শেষে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
এর আগে দুপুর ১২টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রূপপুর গ্রিন সিটিতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]