
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার ডিবি সড়কে অভিযান চালিয়ে আজিম (২১) ও হাসান (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।
১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোরে চৌমুহনী বাজারের হোটেল মিয়ামী আবাসিকের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার বেল্লাল হোসেনের ছেলে আজিম ও সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর এলাকার ফরাজী বাড়ির আবু তাহেরের ছেলে হাসান।
পুলিশ জানায়, চৌমুহনী বাজার সহ পুরো উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত থেকে ভোর পর্যন্ত পুলিশের একাধিক টহল দল কাজ করে। মঙ্গলবার ভোরে চৌমুহনী বাজারে টহল দেওয়ার সময় হোটেল মিয়ামী আবাসিকের সামনে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও শরীরে তল্লাশি চালিয়ে একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা অপরাধ মূলক কার্যক্রম সংগঠনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ওই স্থানে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/সবুজ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]