গোপালগঞ্জে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে আজ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরির চর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ও কিষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রাক ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) মো. আশরাফ উদ্দিন।
এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংরক্ষণ উইং মো. ফরিদুল হাসান ও প্রকল্পের ফোকাল পার্সন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।
কৃষি অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ খোন্দকার মো. মেসবাহুল ইসলাম, ব্রাক ব্যাংকের হেড অব এমএফআই এন্ড অ্যাগ্রিকালচার ফাইনান্স, এসএমই ব্যাংকিং তাপস কুমার রায়, ব্রাক ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং এর রিলেশনশিপ ম্যানেজার মো. রকিবুল হাসান, রিলেশনশিপ ম্যানেজার লিটন কুমার বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফররোজা আক্তার বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম। সভায় নকরির চর গ্রামের ২ শতাধিক কৃষক ও কিষানি অংশ নেন।
বিবার্তা/সঞ্জয়/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]