পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮
পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ ক্রমেই উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে।’


১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নে কুমড়ী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪র্থ তলা এই একিডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।


বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. মুখলেছুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মো. বদরুল ইসলাম ফকির এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভেকেট অসিত সরকার সজল।


নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মানিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তাং, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান মুন্না।


অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম মাসুদ, মো. আনোয়ারুল ইসলাম ফকির, শফিকুল আলম শফি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ শিক্ষক শিক্ষকা ছাত্রছাত্রী অভিবাবক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।


বিবার্তা/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com