করটিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০১
করটিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।


১৮ সেপ্টেম্বর, সোমবার বিকালে সরকারি সা’দত কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ লাঠিখেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।


লাঠিখেলা শেষে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।


বিশেষ অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।


আরও অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মদ আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন হোসেন খান পাপন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাধারণ সম্পাদক শিবলু চৌধুরী ও যুবলীগ নেতা আরজু মিয়া প্রমুখ।



এর আগে ঢাল, খোল, মন্দিরার তালে তালে নেচে-গেয়ে লাঠিয়ালরা লাঠিখেলার বিভিন্ন ধরনের কসরত দেখান।


লাঠিখেলায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে চারটি লাঠিয়াল দল অংশ গ্রহন করে। অংশগ্রহণকারী প্রতিটি লাঠিয়াল দলই নানা ধরনের শারীরিক কসরত ও বিভিন্ন কৌশলের লাঠিখেলা প্রদর্শন করেন।


এসময় বিভিন্ন এলাকা থেকে সহাস্রাধিক নারী-পুরুষ লাঠিখেলা উপভোগ করেন।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com