দীঘিনালা-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬
দীঘিনালা-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে দিঘীনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।


১৮ই সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা থেকে সাজেকে ভারী বর্ষণ শুরু হলে রাত ৯টার দিকে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ার খবরও পাওয়া গেছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেকে ভারি বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশে পাহাড় ধসে পড়ে। এতে সাজেকের সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে মঙ্গলবার সকালে রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু হবে। আশা করছি সকালের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে, পর্যটকদের যাতায়াতে কোন সমস্যা হবে না।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com