
বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৩ বস্তা সর্বমোট ৩৪৪০ কেজি সরকারি চাল আটক করেছে এলাকাবাসী।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাজলা ইউনিয়নের বেড়া পাঁচ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে উক্ত চাল এলাকাবাসী আটক করে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ওই রাতেই চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী বাদী হয়ে ২জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় ১টি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মামলার আইও এসআই নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিবার্তা/রাহেনুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]