চিলমারীতে ‘ফেরি কুঞ্জলতা’ চালানো হয়েছে পরীক্ষামূলকভাবে, উদ্বোধন আগামী বুধবার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬
চিলমারীতে ‘ফেরি কুঞ্জলতা’ চালানো হয়েছে পরীক্ষামূলকভাবে, উদ্বোধন আগামী বুধবার
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চিলমারী-রৌমারীর নৌ পথে যুক্ত হওয়া ‘ফেরি কুঞ্জলতা’ আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) উদ্বোধন হবে। এ নিয়ে রবিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে চিলমারী নদীবন্দর থেকে রৌমারী ফেরি ঘাট পর্যন্ত নদীপথে ‘ফেরি কুঞ্জলতা’ চালানো হয়েছে। এতে রৌমারী ঘাট যেতে সময় লেগেছে ৩ ঘণ্টা ১০মিনিট।


বিআইডব্লিউটিএ’র চিলমারী নদীবন্দরের পাইলট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষামূলকভাবে ফেরিটি চালানো হয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফেরিটি পরীক্ষামূলকভাবে চিলমারী রমনা ঘাট থেকে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ছেড়ে দেয়া হয় এবং এটি রৌমারীতে ১টা ৪০ মিনিটের দিকে পৌঁছায়। রৌমারী থেকে দুপুর ৩টায় ছেড়ে চিলমারী নদী বন্দরে পৌঁছায় ৬টা ৩০ মিনিটে।


ফেরিতে পণ্যবাহী যানবাহনের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে ঘাট ইজারাদার শহিদুল্লাহ কায়ছার ইমু বলেন, আমাদের সাথে বেশ কিছু যানবাহন চালকের কথা হয়েছে তারা সুবিধার জন্য এই রুটে চলাচল করবে। এতে বিভিন্ন শহরের সাথে কমে আসবে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দূরত্ব।


তিনি আরও জানান, আপাতত একটি ফেরি এসেছে উদ্বোধনের পর আরও দুটি আসবে। চিলমারী হতে রৌমারীর জন্য ৫টি ফেরির বরাদ্দ রয়েছে, চাহিদার উপর সবকিছু নির্ভর করবে।


২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচলের উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)।


এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (এমপি), বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এর কর্মকর্তাসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মাহফুজ আলম সজল।


বিবার্তা/রাফি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com